টেক্সটাইল মিলের গুদামে মৃত্য ছয়জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ মুক্তারপুর টেক্সটাইল মিলের গুদামে বুধবারে লাগা আগুনে মৃত্য ছয়জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসন। এর সাথে প্রত্যেক মৃত্য ব্যক্তির স্বজনদের নগদ সোয়া লাখ করে টাকা প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গন থেকে জেলা প্রশাসক সায়লা ফারজানা উপস্থিত স্বজনদের কাছে মরদেহ ও অনুদানের টাকা প্রদান করেন। সায়লা ফারজানা জানান, সরকারী ২৫ হাজার টাকা ছাড়াও, আইডিয়াল টেক্সটাইল মিলের পক্ষ থেকে ৫০ হাজার এবং সামিত এ্যালাইন পোর্ট লিমিটেড ৫০ হাজার টাকা করে প্রত্যেক মৃত্য ব্যাক্তির স্বজনদের জন্য অনুদান প্রদান করেন। তিনি আরো জানান, সংশিস্লষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মরদেহ গুলো গ্রহন করে দাফন কাপনে সহযোগিতা করা হবে।





Leave a Reply