জেলা মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সদরের সুপার মার্কেট এলাকার বিএনপির দলীয় কার্যালয়ে নেত্রী ও কর্মীদের উপস্থিতিতে এই সম্মেলন পরিচালিত হয়। শনিবার(২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের আয়োজনে কর্মী সভার আয়োজিত হয়।

জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শিকদারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই। সভার উদ্বোধক হিসাবে ছিলেন, বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানার বেগম। এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, বিশেষ সম্পাদক জাতীয়তাবাদী দলের ডঃ আসাদুজ্জামান রিপন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সাধারন সম্পাদক মুন্সীগঞ্জ জেলা বিএনপির কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লেলিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি জেবা খান, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পাপিয়া চৌধুরি, জেলা জাসসের যুগ্ম সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা। এসময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, বাংলাদেশের সকল মহিলা দলের সদস্যদের আসন্ন আন্দোলনে যোগ দিয়ে দলীয় ক্র্যারক্রম সফল করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় আন্দোলন সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা মহিলা দলের কর্মী সভার মাধ্যমে যোগ্য কমিটি গঠনের মাধ্যমে জেলার মহিলা দলকে শক্তিশালী করা।

বিডি২৪লাইভ

Leave a Reply