শ্রীনগরে পাগলা কুকুরের কামড়ে আহত ২৫

আল মাসুদ: মুন্সীগঞ্জের শ্রীনগরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ২৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী জানায়, শ্রীনগরে আটপাড়া ইউনিয়নের কল্লি গাঁও, আটপাড়া, পূর্ব দেউলভোগসহ ৪টি গ্রামে গত শুক্রবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত ৩-৪টি পাগলা কুকুর কমপক্ষে ২৫ জনকে কামড় দেয়।

পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত কল্লি গাঁও গ্রামের মিজান (২৮), জয়েন্ত (১২), সোহেল (২৮), আটপাড়া গ্রামের বাবুল (৪৬), রিজু (১৮), লিটন (৪৩), পূর্ব দেউলভোগ গ্রামের সিফাত (১৪), ইসহাক(১৪), মুস্তাকিম (১৭), রহিম (৫০) এবং হরপাড়া গ্রামের নিহাকে (৮) ঢাকার মহাখালী হাসপাতালে নেয়া হয়েছে। গ্রামবাসী এখন পাগলা কুকুরের আতঙ্কে রয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, ‘আহত অনেক রোগীই আমাদের স্বাস্থ্য কেন্দ্রে এসেছিল। কিন্তু প্রয়োজনীয় ভ্যকসিন না থাকায় আমরা তাদের চিকিৎসা দিতে পারিনি। তাদেরকে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল এবং ঢাকায় মহাখালী হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেয়ার পরমর্শ দেয়া হয়েছে।’

বিডিমরর্নিং

Leave a Reply