লৌহজংয়ের কলমায় উন্মুক্ত পাঠাগার উদ্বোধন

মুন্সীগঞ্জের লৌহজংয়ের কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত পাঠাগার উদ্বোধন হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে পদ্মা তীরের জনপদটিতে বিশেষ এক পরিবেশ তৈরী হয়।

পাঠাগারের উদ্বোধনকে স্মরনয়ি করে রাখতে ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়ো করা হয়। বসে ফুটবল আসর। শনিবার দিনব্যাপী এই আয়োজন শেষে বিদ্যালয় ভবনে চতুর্থ তলায় এই উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

বিদ্যালয়টির পরিচালনা পরিষেদের সভাপতি মো. ইদ্রিস আলী শেখের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা চেয়াম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. মনির হোসেন ও কলমা ইউপি চেয়াম্যান মোহাম্মদ আব্দুল মোতালেব শেখ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক তাজুল ইসলাম ও সরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী বশিরুল ইসলাম প্রমুখ। বিতর্ক অনুষ্ঠানে মডারেটর ছিলেন লৌহজং উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল হাসান।

জনকন্ঠ

Leave a Reply