টঙ্গীবাড়ি ও লৌহজংয়ে লুৎফর রহমানের দুইদিন ব্যপি পূজা মন্ডপ পরিদর্শন

মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান বৃহস্পতিবার ও শুক্রবার টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। তিনি প্রথমে টঙ্গীবাড়ি, প্রধান পূজ মন্ডপে যান সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান টঙ্গীবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি মহাদেব ঘোষ ও সাধারণ সম্পাদক নবীন কুমার সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেষার মানুষ।

এ সময় তার সাথে পরিদর্শন এ অংশ নেন অত্র ইউনিয়ন এর চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, সাংগঠনিক সম্পাদক আওলাদ হালদার, বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলম সিকদার বাচ্চু, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার, আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আঃ রহিম, বালিগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর হোসেন চঞ্চল, টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি ও জেলা যুবলীগের নেতা গোলামরব্বানী শান্ত, মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু জাতীয়, যুব পরিষদ এর সভাপতি এম মিজান সরদার, সিনিয়র সহ-সভাপতি সেলিম পোদ্দার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আশিক মাহমুদ মিতুল টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোফাজ্জল হোসেন শেখ, কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক দিপু মাঝি সহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও যুবলীগ, ছাত্রলীগ, এবং সহযোগী সংগঠন,অংগ সংগঠন এর নেতৃবৃন্দ।

এ সময় তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সকল মানুষের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার জননী, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এতে সকল সম্প্রদায়ের লোকদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি বিশাল মোটর শোভাযাএা সহ ব্দুল্লাহপুর, আড়িয়ল, বালিগাঁও, দিঘিরপাড়, কামারখাড়া, হাসাইল বানারী, বেতকা, আউটশাহী, কে-শিমুলিয়া,আলদি, পাঁচগাও, ও পরে লৌহজং উপজেলার কলমা সহ অত্র উপজেলার বিভিন্ন পূজামন্ডপে যান। এতে জেলাপরিষদ সদস্য মোঃ ইদ্রিস আলী ও কলমা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোতালেব শেখ সহ লৌহজং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ এর বিপুলসংখ্যক নেতৃবৃন্দ পরিদর্শনে অংশগ্রহন করেন।

Leave a Reply