মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় র্যাব।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি জানান, দুপুর পৌনে ১২টার দিকে শ্রীনগর উপজেলার মোল্লা কান্দা গ্রামে অভিযান চালিয়ে মো. জামাল হোসেনকে (২৬) আটক করা হয়। এসময় তার কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ আট হাজার আটশ’ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, সকাল ১০টায় শ্রীনগরের বালাশুর চৌরাস্থা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. রহিম শেখকে (২৩) আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬৭৫ পিস ইয়াবা এবং ১৭ লাখ দুই হাজার পাঁচশ’ টাকা উদ্ধার করা হয়। তিনি উপজেলার জশুরগাঁও গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।
তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply