মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় চুরির অপবাদ সহ্য করতে না পেরে ফয়সাল (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঘরের আঁড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের বাবা মো. শাহীন বাংলানিউজকে বলেন, দুই দিন আগে পাশের বাড়ির মেয়ে রিয়ার (১৩) কানের সোনার দুল ও নগদ টাকা হারিয়ে যায়। সোমবার দুপুরে আমার ছেলে ফয়সাল তাদের বাড়ির পেছন দিক থেকে হারানো দুল কুড়িয়ে পেলে তা দিতে যায়। এসময় তারা আমার ছেলেকে চুরির অপবাদ দেয়। এ অপবাদ সহ্য করতে না পেরে সে ফিরে এসে ঘরে গিয়ে গলায় ফাঁস দেয়।
টের পেয়ে তাকে উদ্ধার করে সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বাংলানিউজকে জানান, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় রিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো কথা বলতে রাজী হননি।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply