শিমুলিয়া ঘাটে ইলিশ রাখায় চার হোটেলকে জরিমানা

মঈন উদ্দিন সুমন: জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মা ইলিশ রাখা ও বিক্রির দায়ে চার হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার(২ অক্টোবর) সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা র্পযন্ত অভিযান পরিচালনা করার সময়ে তাদের জরিমানা করা হয়।

মা ইলিশ বিক্রি ও ফ্রিজে সংরক্ষণের দায়ে চার হোটল মালিককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। এ বিষয়ে সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসান জানান, শিমুলিয়া ফেরিঘাট এলাকার শরিয়তপুর হোটেল, রাকবি হোটেল এন্ড রেষ্টেুরেন্ট, বিসমিল্লাহ হোটেল, কতুয়া বাগেরহাট হোটেল মা ইলিশ সংরক্ষণ ও বিক্রি করছিল।

এজন্য তাদেরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। রাকবি হোটেলের মালিক শাহ-আলমকে এবং বাকি গুলোতে মালিক না থাকায় হোটলের কর্মচারিদের জরিমানা করা হয়। এসময় ৪টি হোটেল থেকে ৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা, সহকারী মৎস্য অফিসার মো. ইদ্রিস তালুকদার, কোস্টর্গাড মাওয়া শাখার সিপিও অফিসার সারোয়ার জাহান প্রমুখ।

সোনালীনিউজ

Leave a Reply