টংগীবাড়িতে ১১০ কেজি ইলিশ জব্দ-জরিমানা

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার বালিগাঁও এলাকা থেকে ১১০ কেজি মা ইলিশ জব্দ ও এক মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাবেরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তাকে সহযোগিতা করেন মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা ও টংগিবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা বাংলানিউজকে বলেন, দুপুরে বালিগাঁও বাজার এলাকা থেকে শরিয়তপুরের জাজিরা উপজেলার মল্লিকান্দি গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আবুল হোসেনকে ১১০ কেজি মা ইলিশসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। জব্দকৃত মাছগুলো স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইলিশের প্রজনন মৌসুম সামনে রেখে বঙ্গোপসাগর ও দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ইলিশ ধরাকে নিরুৎসাহিত করতে মজুদ ও বাজারজাত বা বিক্রিও নিষিদ্ধ করেছে সরকার। ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর
ছবি সংগৃহিত

Leave a Reply