শ্রীনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শ্রীনগরে আড়িয়ল বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথপট্টি গ্রামের আড়িয়ল বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

জানা যায়, সকাল ১০টার সময় জগন্নাথপট্টি গ্রামের রতন শেখের মেয়ে সুমাইয়া আক্তার (৯) ও একই গ্রামের মনির শেখের মেয়ে ইতি আক্তার (৭) নৌকায় করে শাপলা তুলতে গিয়ে বিলের অথৈ পানিতে পরে ডুবে যায়। দুপুরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

যুগান্তর

Leave a Reply