মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রাম থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ সারোয়ার হোসেন (২৪) ও শামসুল ইসলাম (২৫) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় ফুলতলা গ্রামের কাচা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন বাংলানিউজকে জানান, নাশকতা ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করতে তারা দুই যুবক মোটরসাইকেলে করে দ্রুত গতিতে যাচ্ছিলেন। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাদের তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিনের ভিতর থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply