শ্রীনগরে ওপেন হাউজডে ও কমিউনিটি পুলিশিং সভা

মঈনউদ্দিন সুমন: জেলার শ্রীনগর থানায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে থানা চত্তরে শ্রীনগর থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পপিএম)। এ সময় পুলিশ সুপার যাদের সহযোগিতায় ভবন নির্মান হবে তাদেরকে ফুলদিয়ে শুভেচ্ছা জানায়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. জায়েদুল আলম (পিপিএম)।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক আইজিপি আওলাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ও শ্রীনগর সার্কেল মো. সাইফুল ইসলাম (পিপিএম), শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মনতোষ বিশ্বাস।

কমিউনিটি পুলিশের সভাপতি ইকবাল হোসেন মাষ্টার, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলার ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ঢালী, দীন ইসলাম, তাজুল ইসলাম, শ্রীনগর ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান সোলায়মান খান, কোলাপাড়া ইউপি চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল-মামুন, তন্তর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, বাঘড়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান আঃ বারেক খান, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহাদাৎসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতীক ব্যক্তি বর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস.এম আলমগীর হোসেন।

সোনালীনিউজ

Leave a Reply