ভুয়া ব্রিগেডিয়ার জেনারেলের বিরুদ্ধে মামলা

শরীফ হোসেন (৬০) নামে এক ভুয়া ব্রিগেডিয়ার জেনারেলকে আটক করেছে মুন্সীগঞ্জ সদর থানা। আটক শরীফ হোসেন বিভিন্ন সময়ে ব্রিগেডিয়ার জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি, মেজরসহ প্রশাসনিক কর্মককর্তা পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাদের বদলিসহ নানান তদবির করতেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করে রাত ১০টার দিকে মামলা দায়ের করেছে মুন্সীগঞ্জ সদর থানা। শরিফ হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকার কালু সরকারের ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বাংলানিউজকে জানান, শরীফ হোসেন বিভিন্ন সময়ে ব্রিগেডিয়ার জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি, মেজরসহ প্রশাসনিক নানা কর্মককর্তার পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাদের বদলি করার ব্যবস্থা করতেন। কিছুদিন আগে জেলা প্রশাসককে মোবাইলে ভূমি কর্মকর্তাকে বদলি করানোর কথা বলেন। এই সূত্র ধরে মোবাইল নম্বরটিকে খতিয়ে দেখে তাকে সন্ধ্যায় আটক করা হয়।

প্রতারণার অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হান্নান এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply