মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ টি দোকান পুঁড়ে ছাই হয়েছে, এতে ৫২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ২ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন পুড়া দোকানের মধ্যে ছিল ফার্মেসী, জুয়েলারী, ফার্নিচার, সার ও কীটনাশক, হোটেল, জেনারেল ষ্টোর, সেলুন, লাকড়ি-খড়ি সহ এলপি গ্যাস।
এলাকাবাসী জানান, এতে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ৫২ লক্ষ টাকা। তবে কিভাবে আগুন লেগেছে তার সঠিক কারণ কেউ বলতে পারেনি। রাতে আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে মসজিদ থেকে মাইকে প্রচার করলে এলাকাবাসী এগিয়ে এসে ভোর ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকাটিতে যাওয়ার মাঝপথে একমাত্র ব্রীজ ভাঙ্গা থাকার কারণে ফায়ার সার্ভিস যেতে পারেনি।
বাসাইল ইউনিয়নের মেম্বার আইয়ুব আলী বিডি২৪লাইভকে বলেন, আমাদের বাজারে আনুমানিক রাত ২ টায় আগুন লাগে। খবর পেয়ে আমি ফায়ার সার্ভিসকে ফোন করি। বাসাইল বাজার ব্রীজ ভাঙ্গার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ডুকতে পারে নাই। এতে ৯ টি দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে। যাতে প্রায় ৫২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বিডি২৪লাইভ
Leave a Reply