জেলেদের হামলায় লৌহজং মৎস্য কর্মকর্তা আহত , পুলিশের ১২ রাউন্ড গুলি

মুন্সীগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ ধরা বন্ধের অভিযান
জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ ধরা বন্ধের অভিযানের সময় জেলেদের হামলার শিকার হন লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাছান। জেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান জানান, বুধবার ভোর পাঁচটার সময় লৌহজং পদ্মার চর এলাকায় কোষ্ট গার্ড , থানা পুলিশ ও নৌ পুলিশকে সঙ্গে করে একটি অভিযানের সময় জেলেরা মাছ ধরার নৌকা থেকে এলোপাতাড়ি ইট ছুঁড়ে মারে। এসময় উপজেলা কর্মকর্তার মাথায় ইটের আঘাত লেগে ফেটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বলেও জানান তিনি। এই ঘটনায় লৌহজং থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা

Leave a Reply