টঙ্গিবাড়ীতে ইউপি চেয়ারম্যন দাঁত ভেঙ্গে দিল যুবকের

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার ইউপি চেয়ারম্যান এক যুবকের দাঁত ভেঁঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আহত যুবকের বাবা ওলিউল্লা খান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার, ফয়সাল হালদার, অনিক হালদার ও রাসেল হালদারকে আসামী করে মামলা করে।

যুবকের বাবা বলেন বৃহস্পতিবার সকালে উপজেলার দিঘীরপাড় গ্রামে ওলিউল্লা খানের নিজ জমি সার্ভেয়ার দিয়ে জমির সিমানা নির্ধারন করেন। এরই জের ধরে ওলিউল্লা খানের ছেলে ইঞ্জিনিয়ার হিমেল খান(২৭) ওই দিন বিকাল ৩টায় দিঘীরপাড় বাজারে যাওয়ার সময় রাস্তা থেকে দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের নেত্রীত্বে ১০থেকে ১২জন লোক দিয়ে তার ক্লাবে ধরে নিয়ে আসে। এই সময় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ২টি দাঁত ভেঙ্গে ফেলে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এলাকাবাসী আহত হিমেলকে উদ্বার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে অবস্থা অবিনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।

টঙ্গিবাড়ী থানা ওসি ইয়ারদৌস হাসান জানান এই ঘটনায় মামলা হয়েছে।

ক্রাইম ভিশন

Leave a Reply