শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামী সহ গ্রেপ্তার ১৫

ইয়াবা ও বিদেশী বিয়ার উদ্ধার
আরিফ হোসেন: শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামী সহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে ২২০ পিচ ইয়াবা ও ২৮৮ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করে।

পুলিশ জানায়, ঢাকার কেরানীগঞ্জের বড়ইতলা এলাকা থেকে কাজের মেয়ে হাসিনা ওরফে হাসুকে হত্যা করে ২০১৬ সালে শ্রীনগরে বস্তাবন্দী লাশ ফেলে যাওয়ার মামলার আসামী জাহাঙ্গীর (২২) কে কেরাণীগঞ্জ থেকে , শ্রীনগর উপজেলার পশ্চিম হাসাড়ার মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোশারফ হোসেন (৩০), ২২০ পিছ ইয়াবা সহ বাঘড়া এলাকা সুমন (২৮) কামারগাও এলাকার আমির হোসেন (৩২) সাইফুল (৩২) জয়নাল হক (১৯) কে আটক করা হয়। এছাড়া সি আর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী ৮ জন ও নিয়মিত মামলার এক আসামীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, বিশেষ অভিযানের অংশ হিসাবে উপজেলার ষোলঘর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন ওরফে মতি সুমনের বাড়ি থেকে ২৮৮ ক্যান বিদেশী বিয়ার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন পালিয়ে যায়।

Leave a Reply