সিরাজদিখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদাতা নিবন্ধন কর্মসূচি

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদাতা নিবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় ইউথ ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে। এতে প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. বায়েজিদ, কোষাধ্যক্ষ জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব, প্রচার সম্পাদক সম্পাদক মঈনউদ্দিন প্রমুখ।

অরাজনৈতিক এই সামাজিক সংগঠনটি এলাকার দরিদ্র মেয়েদের বিয়ে, ঈদে সেমাই চিনি বিতরণ, বন্যায় কুড়িগ্রামের বন্যার্ত এবং রোহিঙ্গাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কাজ করে আসছে। এলাকার প্রবাসী ও ধনাঢ্য ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় ইউথ ফাউন্ডেশনের ৫০ সদস্যের একঝাঁক তরুণ গত ৩ বছর ধরে এই মহতি কাজ করে আসছেন বলে সংগঠনের সাধারণ সম্পাদক মো. বায়েজিদ জানিয়েছেন।

Leave a Reply