শ্রীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

আরিফ হোসেন: শ্রীনগরে যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষর ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাও এলাকায় এঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে ঢাকা নওপাড়া সড়কের পারাগাও ব্রিজের উপর উপজেলা বিএনপির মমিন আলী-দেলোয়ার হোসেন গ্রুপ এর অনুসারী তন্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো ঃ আদিল কেক কাঁটার আয়োজন করে। তার আয়োজনকে চ্যালেঞ্জ করে একই স্থানে কেক কাঁটার ঘোষনা দেয় উপজেলা বিএনপির অপর গ্রুপ শহিদুল ইসলাম-আবুল কালাম কানন এর অনুসারী তন্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হৃদয়। আদিল গ্রুপ এর কেক কাঁটার পূর্ব মূহুর্তে আনোয়ার হোসেন হৃদয় তার গ্রুপের মনু কাজীর লোকজনকে সিংপাড়া বাজার থেকে খবর দিয়ে আনে। মনু কাজী ৮/১০টি মোটর সাইকেল নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আদিল গ্রুপকে কেক কাঁটতে বাধা দেয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে শ্রীনগর থানার এসআই মোদাচ্ছের ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে সংঘর্ষের সংবাদ পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Leave a Reply