দেড় কেজি সোনাসহ সৌদিফেরত ৭ জন আটক

ঢাকার শাহজালাল বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা সাত যাত্রীর কাছ থেকে প্রায় দেড় কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এরা হলেন- মুন্সীগঞ্জ সদরের মোশারফ হোসেন (৪৯), ব্রাহ্মণবাড়িয়ার বাবুল মিয়া (২৯), টাঙ্গাইলের কালিহাতির ফরমান আলী (২৯), মেহেরপুরের কাজীপুরের ফজলুল হক (৪৬), কুষ্টিয়ার দৌলতপুরে রবিউল ইসলাম (৩৯), নরসিংদীর মনোহরদীর আলম মিয়া (৩৭) ও ফেনী সদরের আবদুল্লাহ আল মাহফুজ (৪৮)।

সোমবার বিকালে গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাদেরকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকাল ৪টার দিকে বিজি ০৪০ ফ্লাইটে করে সৌদি আরব থেকে এরা বিমানবন্দরের নামেন।

“গ্রিন চ্যানেল পার হওয়ার পরে তাদের শরীর তল্লাশি করে তাদের প্যান্ট, জুতা ও মানি ব্যাগে লুকানো অবস্থায় মোট ১২টি সোনার বার পাওয়া যায়। ঘোষণা না দিয়েই সোনাগুলো দেশে আনা হচ্ছিল।”

এককেজি ৩৯২ গ্রাম সোনার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানান তিনি।

বিডিনিউজ

Leave a Reply