কর অঞ্চল নারায়ণগঞ্জ এর উদ্যোগে ৪ দিনব্যাপী আয়কর মেলা সফল ভাবে সমাপ্ত হয়েছে। প্রায় ৩ কোটি টাকার লক্ষ্যমাত্রায় ৩ কোটি ৪ লাখ ১৭ হাজার ৪৭৩ টাকা আয়কর আদায় করা হয়েছে। সেবা গ্রহণ করেছেন ১৭ হাজার ৬শ’ জন, রিটার্ন জমা দিয়েছেন ৪ হাজার ৬৪২ জন আর ই-টিআইএন রেজিস্ট্রেশন করেছেন ১৮৪ জন। এছাড়া অনলাইনে রিটার্ন দাখিল করেন ১১৭ জন।
শনিবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর অঞ্চল নারায়ণগঞ্জের কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী এসব তথ্য দেন। গত বুধবার থেকে শুরু হয়েছিলো এই মেলা।
কর কমিশনার রেজাউল করিম চৌধুরী বলেন, ‘২০১৬ সালের চারদিনব্যাপী আয়কর মেলায় নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় ১৩ হাজার করদাতা সেবাগ্রহণ করেন। তাদের মধ্যে ২ হাজার ৩৭২ জন রিটার্ন জমা দেন আর রাজস্ব আদায় হয় ২ কোটি ১১ লাখ টাকা। কিন্তু এবার তার থেকে বেশি কর আদায় হয়েছে। প্রায় ৩ কোটি টাকার লক্ষ্যমাত্রায় ৩ কোটি ৪ লাখ ১৭ হাজার ৪৭৩ টাকা কর আদায় করা হয়েছে। সেবা গ্রহণ করেছেন ১৭ হাজার ৬শ’ জন, রিটার্ন জমা দিয়েছেন ৪ হাজার ৬৪২ জন আর ই-টিআইএন রেজিস্ট্রেশন করেছেন ১৮৪ জন।অনলাইনে রিটার্ন দাখিল করেন ১১৭ জন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply