শ্রীনগরে উপজেলা সেচ্ছাসেবক লীগের নতুন কমিটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আরিফ হোসেন: শ্রীনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের নতুন কমিটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আল-মাহমুদ বাবু সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এর আগে গত ২০১৬ সালের ২৪ নভেম্বর জহিরুল হক নিশাত শিকদারকে সভাপতি ও হামিদুল্লাহ খান মুনকে সাধারণ সম্পাদক করে শ্রীনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাত সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মো: শাহজাহান দেওয়ান, মো: শেখ সেলিম, যুগ্ন সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন অনু, মহসীন রেজা ও সাংগঠনিক সম্পাদক সোহেল শাহরীয়ার।


এর পরদিনই নতুন কমিটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দির্ঘ এক বছর পর এই কমিটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগামী তিন বছরের জন্য বহালের ঘোষণা দেওয়া হয়। রবিবার বিকালে উপজেলা সেচ্ছাসেবক লীগ কার্যালয়ে এই কমিটির সদস্যদের পরিচিতি সভা আহবান করা হয়। সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন। পরে কমিটির সদস্যরা শ্রীনগর প্রেস ক্লাবে এসে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply