মাদকাসক্ত সন্তানের জন্য তদবির করলে তার বাবা-মাকেও ছাড় দেওয়া হবেনা

পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম
আরিফ হোসেন: মাদকাসক্ত সন্তানদের জন্য কোন তদবির করলে তাদের বাবা-মাকেও ছাড় দেওয়া হবেনা বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম। শ্রীনগরে মাদকাসক্ত নির্ণয়ের জন্য ডোপ টেষ্টের কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতায় তিনি আরো বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় ৩ হাজার মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তারের পর পরই বাবা-মা ও আত্মীয় স্বজনরা থানায় ছুটে আসেন তদবিরের জন্য। পরে ছুটে যান উকিলদের কাছে। তাদের ধরে জামিনে বের করে আনেন। ফলে সমাজ থেকে মাদক দূর করা কঠিন হয়ে পরছে। তারপরও মাদক নির্মূলে মুন্সীগঞ্জের পুলিশ কাজ করে যাচ্ছে। এব্যাপারে আমাদের ভূমিকা জিরো টলারেন্স।


বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধিদের মধ্যে এগুলো বিতরণ করা হয়। বাড়ৈখালী ইউনিয়ন পরিষদ চত্তরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ বিরোধী এক সমাবেশের মাধ্যমে মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম ডোপ টেষ্ট গুলো বিতরণ করেন। এসময় উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ইকবাল হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সাইফুল ইসলাম, খাহ্রা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো ঃ আরিফ হোসেন, মেডিকেল অফিসার ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদার, নুরুল ইসলাম, সোলায়মান খান, আজিম হোসেন খান, ইউপি সদস্য শাহাবুদ্দিন সেন্টু, আবুল কালাম, আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান, ফরহাদ হোসেন, হাবিবুর রহমান হাবীব, নাজিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply