মুন্সীগঞ্জের শ্রীনগরে আসামি ধরতে গিয়ে পুলিশের উপস্থিতিতে বাদী-বিবাদীপক্ষে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
পরে থানায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলী গ্রামে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা মুক্তার খান ও ভাতিজা রুহুল আমিন খানের মধ্যে সংঘর্ষ হয়। পরে রুহুল আমিন বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করলে বৃহস্পতিবার রাতে পুলিশ আসামি ধরতে যায়। এ সময় বাদী ও বিবাদীপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ জানিয়েছে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ’
কালের কন্ঠ
Leave a Reply