জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ সদরের বিনোদপুরে দুধ পট্টি সংলগ্ন জাহানারা ম্যানশনের দ্বিতীয় তলায় উদ্বোধন হতে যাচ্ছে যমুনা ব্যাংকের বিনোদপুর শাখাটি। এই শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, এই অঞ্চলের ব্যবসায়ীদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে আমরা বিনোদপুর এলাকায় শাখাটি এনেছি এবং চলতি মাসের শেষ দিকে এই শাখা উদ্বোধনের কথা মাথায় রেখে কাজ চালিয়ে যাচ্ছি। সারা দেশে এই পর্যন্ত যমুনা ব্যাংকের ১১২টি শাখা রয়েছে। চলতি বছরে আরো ১০টি শাখা চালু হচ্ছে, যার মধ্যে একটি বিনোদপুর শাখা।
ইতোমধ্যে মুন্সীগঞ্জে যমুনা ব্যাংকের পাঁচটি শাখা চালু রয়েছে, বিনোদপুর শাখাটি হলে এই জেলায় শাখার সংখ্যা হবে ৬ টি। গ্রাহক সুবিধার কথা তোলে ধরে ব্যবস্থাপক আনোয়ার হোসেন আরো জানান, গ্রাহকদের জন্য অনলাইন চার্জ মুক্ত থাকার পাশাপাশি, এস, এম ই লোন, সি সি লোন, হাউস বিল্ডিং লোন, কৃষি লোন, চাকুরী জীবিদের জন্য সহজ শর্তে সেলারী লোন, ডেবিট ও ক্রেডিট কার্ড, আর টি জি এস, ই এফ টি এন, এস, এম এস ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং ডিপোজিট স্কিম, মেয়াদি আমানত, স্কুল ব্যাংকিং, ষ্টুডেন্ট এ্যাকাউন্ট, বিদু্ৎ ও গ্যাস বিল জমা নেয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া এটি এম বুথ ও কালেকশন বুথের প্রযুক্তিগত সুবিধাও থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply