ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভারের দক্ষতায় ৫২ যাত্রী প্রানে বেচে গেলেন, কুমিল্লাগামী এশিয়াট্রান্সর্পোট পরিবহনটি সকাল সাতটায় ঢাকা থেকে ছেড়ে আসে, প্রায় ৮ টায় সময় মুন্সিগঞ্জ গজারিয়া বাউশিয়া কলিমউল্লাহ মানব কল্যান ফাউন্ডেশন বিপরিত স্থানে এসে, পরিবহনটি সড়ক দূর্ঘটনার কবলে পরে।
পুলিশ, ড্রাইভার খালেদ ও স্থানীয় সূএে জানাযায়, কুমিল্লাগামী এশিয়া ট্রান্সর্পোট পরিবহনটি গজারিয়া বাউশিয়া এলাকায় দাউদকান্দি ফিলিং ষ্টেশন আসে হঠাৎ করে একটি পিকআপ সামনে পরে পিকআপটি বাচাতে গিয়ে ড্রাইভার আলতো ভাবে দক্ষতার পরিচয় দিয়ে রাস্তার বামে নামিয়ে দেয়। আল্লাহ রহমতে গাড়ির সম্পূর্ণ যাত্রী প্রানে বেচে যায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। পরে যাত্রীদের কে অন্য গাড়িতে উঠিয়ে দেয়া হয়। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের সাহায্য এশিয়া ট্রান্সর্পোট (ঢাকা মেট্রো, ব,১৪-৭৬৭৪) কে উদ্ধার করা হয়।
ক্রাইম ভিশন
Leave a Reply