নাছির উদ্দীন: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের কিল-ঘুষি ও লাথির আঘাতে চাচা আব্দুল মতিনের (৬০) মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১০ টার দিকে জমি সংক্রান্ত ভাগ বন্টন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় ভাতিজাদের আঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। এব্যাপারে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল চাচার সাথে ভাতিজাদের। গত শনিবার রাত ১০টার দিকে চাচা ভাতিজারা জায়গা জমি নিয়ে কথা বলছিল। শেষের দিকে চাচার উপর লাথি এবং পেশি শক্তি প্রয়োগ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ৪ ভাতিজাকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
Leave a Reply