পিএসসিতে সিরাজদিখানে ৫হাজার ৩শত ৩২জন পরীক্ষার্থীর অংশ গ্রহণ

নাছির উদ্দীন: সিরাজদিখানে এবার পিএসসিতে প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও মাদ্রাসার ৫ হাজার ৩ শত ৩২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। রবিবার সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর দেড়টায় প্রথম দিনের ইংরেজি পরীক্ষা শুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় গোড়াপী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের গাদাগাদি করে টেবিল বসানো হয়েছে। এতে পরীক্ষার্থীদের ভোগান্তিতে পরতে হয়।




এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সুজিত চন্দ্র দাস জানান, বিদ্যালয়ের পুরনো ভবনের ২টি কক্ষ ঝুকিপূর্ণ তাই ৬টি কক্ষে ৩০৭ জন পরীক্ষার্থীর আসন দেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন জানান, এবার পরিক্ষার্থী ছিল ৫ হাজার ৩ শত ৬৬ জন তার মধ্যে ৫ হাজার ৩ শত ৩২ জন অংশ গ্রহণ করেছে। এ উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক ও ৫৪ টি কিন্ডার গার্টেনের ৫ হাজার ৭০ জন পরীক্ষর্থী ও ১২টি মাদ্রাসার ২৯৬ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৬২ জন অংশ গ্রহণ করেছে। প্রাথমিক বিদ্যালয়ের ২৩ টি ও ৪ টি মাদ্রাসার কেন্দ্রে দেড়টার দিকে ১ম দিনের পরিক্ষা শুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। #

Leave a Reply