আলহাজ্ব মজিবুর রহমান সরদার’কে সংবর্ধনা প্রদান

শ্রেষ্ঠ করদাতা ও কর বাহাদুর পরিবার খেতাব প্রাপ্ত হওয়ায়
মোঃ রিয়াদ আহমেদ : মেসার্স মজিবুর টিম্বার এন্ড স’মিল” এর স্বত্বাধিকার এবং “মজিবুর গ্রুপ” এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব মোঃ মজিবুর রহমান সরদার ২০১৭ সালে (২০১৬-১৭ অর্থবছরে) মুন্সীগঞ্জ জেলার ৭ম বারের মত শ্রেষ্ঠ করদাতা ও কর বাহাদুর পরিবার খেতাব প্রাপ্ত হওয়ায় দিঘীরপাড় বাজার কাঠ ব্যবসায়ীদের পক্ষ থেকে বুধবার সকাল ১০টায় দিঘীরপাড় বাজার লোহা কাঠপট্টি এই সংবর্ধনা দেওয়া হয়।

আব্দুর আজিজ খলিফার সভাপতিত্বে এবং আক্তারুজ্জামান ও হারেজ কাজীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগলুল হাওলাদার
ভুতু সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ টঙ্গীবাড়ি উপজেলা। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খাঁন সাবেক চেয়ারম্যান দিঘীরপাড় ইউনিয়ন পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম ইনচার্জ অফিসার বাংলাদেশ পুলিশ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র, আনিসুর রহমান সিও এন্ড ম্যানেজার শাহাজালাল ইসলামী ব্যাংক লিঃ, গোলাম হাসনায়েত অধ্যক্ষ সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ, কেএম মোশারফ হোসেন খাঁন প্রধান শিক্ষক দিঘীরপাড় এ.সি ইনষ্টিটিউশন, আবুল বাসেদ প্রধান শিক্ষক স্বর্ণগ্রাম আর.এন উচ্চ বিদ্যালয়, লেয়াকত হোসেন হাওলাদার সহকারী শিক্ষক দিঘীরপাড় এ.সি ইনষ্টিটিউশন, মোঃ আরিফুল ইসলাম হাওলাদার চেয়ারম্যান দিঘীরপাড় ইউপি, মোঃ মহিউদ্দিন হাওলাদার চেয়ারম্যান কামারখাড়া ইউপি, নুর হোসেন বেপারি চেয়ারম্যান কাঁঠাদিয়া-শিমুলিয়া ইউপি, বিশিষ্ট ব্যবসায়ী সোরহাব খাঁন, আঃ হালিম খাঁন, মোঃ মোহন সৈয়াল ও মান্নান দেওয়ান প্রমুখ।

এর আগে ৮ই নভেম্বর প্রথমবারের মত জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) আয়কর মেলা শেষে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নির্মাণাধীন ভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশের ৬৪ জেলার থেকে বাছাই করা ৮৪টি পরিবারকে কর বাহাদুর হিসেবে সম্মানিত করা হয় এবং ‘কর বাহাদুর’দের সম্মাননাপত্র তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাক।

Leave a Reply