মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৩৫৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮ হাজার ১২৯ টাকাসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। শুক্রবার (২৪ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজানগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-রাজানগর গ্রামের মৃত ছিটু মাতবরের ছেলে মো. দ্বীন ইসলাম (৪০) ও একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে বাদল (২২)।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১১।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি বাংলানিউজকে বলেন, আটক দু’জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply