মুন্সীগঞ্জে তিন দিনের এজতেমা সফল করতে পুলিশ সুপারের বিশেষ নজরদারি

নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা থাকবে ময়দানগুলো
জসীম উদ্দীন দেওয়ান : সাত থেকে নয়। ধলেশ্বরী ও ইছামতি নদী পরিবেষ্টিত মিরকাদিম পৌরসভার ছয়টি মাঠ জুড়ে হতে যাচ্ছে ছয়টি উপজেলার ও বিদেশি কিছু মুসল্লিদের নিয়ে তিন দিনের মুন্সীগঞ্জ আঞ্চলিক এজতেমা। লক্ষাধিক মানুষদের জন্য ব্যবস্থাপনার এই আয়োজন সফল করতে আয়োজকদের পাশাপাশি বিশেষ নজর রেখে যাচ্ছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ জায়েদুল আলম পিপিএম। প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী এবং আয়োজকদের সাথে দফায় দফায় বৈঠক করে যাচ্ছেন জেলা পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা। তারই অংশ হিসেবে শনিবার দুপুরে মিরকাদিম পৌর ভবণের করিডোরে সর্বোস্তরের জনগনের সাথে মত বিনিময় করেন তিনি। মত বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে এজতেমার জন্য তৈরী হওয়া মোট ছয়টি মাঠ পরিদর্শনে বের হন তিনি। পরিদর্শনকালে অনেকের মধ্যে উপস্থিত থাকেন মুন্সীগঞ্জ তিন আসনের এম পি অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস।

ময়দান পরিদর্শনের সময় পুলিশ সুপার সাংবাদিকদের সাথে বলেন, তিন দিনের এই অঞ্চলে এজতেমা নির্বিঘ্ন ও সফল করতে পর্যাপ্ত পরিমান নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, জেলার বাইরের আইনশৃঙ্খলা বাহিনীর দুই শতাধিক সদস্য এখানে নিযুক্ত করা হবে। সর্বমোট চারশতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই ময়দানগুলো জুড়ে দায়িত্বপালন করবেন। এর পাশাপাশি বেসরকারী সেচ্ছাসেবক বাহিনীও এখানে কাজ করবেন।

ময়দান পরিদর্শন শেষে মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ তিন আসনের সাংসদ অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট শওকত আলম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিষ্টেট লিটন ঢালী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো: ইউনুচ আলী, ডি আই ওয়ান নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ। তিনদিনের এই এজতেমা চলাকালিন সময়ে স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশ সুপার মিরকাদিমে অবস্থান করবেন বলে স্ব স্ব বক্তব্যে ঘোষণা দেন।

জায়েদুল আলম আরো বলেন, পুরো এলাকা নিবির পর্যবেক্ষনে রাখতে এজতেমা জুড়ে প্রয়োজন মতো সি সি ক্যামেরা স্থাপন করা হবে।

Leave a Reply