ডিঙ্গাভাঙ্গায় মুদি দোকানে সন্ত্রাসী হামলা, নারীসহ আহত ৪

মুন্সীগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা বাজারের একটি মুদি দোকানে সন্ত্রাসী হামলায় নারীসহ চার জন আহত হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টার দিকে পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা বাজারে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- মুদি দোকানের মালিক আসাদ (৬০), তার স্ত্রী খাদিজাসহ (৫০) তার দুই ছেলে রুমান ও রব। এ ঘটনায় আসাদ বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় গোসাইবাগ এলাকার পাঁচ ব্যক্তি মিলে অতর্কিতভাবে আসাদের মুদি দোকানে হামলা চালায়। এ সময় বাধা দিলে আসাদ ও তার স্ত্রীসহ দুই ছেলেকে বেদম মারধর করে হামলাকারীরা। এক পর্যায়ে দোকান থেকে নগদ ৩০ হাজার টাকা, একটি মোবাইল ফোন নিয়ে দোকান ভাঙচুর করে হামলাকারীরা চলে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের চার জনের মধ্যে রুমানের অবস্থা আশঙ্কাজনক। বাম হাতে এবং পিঠে জখম হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, অভিযোগের আলোকে আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রিয়

Leave a Reply