শ্রীনগরে শিক্ষার্থীর হামলায় শিক্ষক হাসপাতালে

পরীক্ষায় অসদুপায়ে বাধা
শ্রীনগরে পরীক্ষা কেন্দ্রে নকল ধরার কারণে দুই ছাত্র ও তার বখাটে বন্ধুদের হামলায় এক শিক্ষক গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার আল-আমিন এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষকের ওপর হামলার ঘটনায় শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার উত্তর কামারগাঁও এলাকার আল-আমিন ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ইউসুফ আলী বৃহস্পতিবার বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে নবম শ্রেণীর দুই ছাত্র এনায়েত হোসেন ও ইমন হোসেনকে নকল করার অপরাধে কেন্দ্র থেকে বের করে দেয়। এতে ওই দুই ছাত্র ক্ষিপ্ত হয়ে শিক্ষককে দেখে নেয়ার হুমকি দেয়। রাতে ওই শিক্ষক বাসা থেকে খাওয়া-দাওয়া শেষে মাদ্রাসায় আসার পথে দুই ছাত্র ও তার কয়েকজন বন্ধু মিলে তার ওপর হামলা চালায়। এ সময় শিক্ষকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার দুপুরে ওই শিক্ষক বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে মাদ্রাসা পরিচলনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি ওসিকে নির্দেশ দিয়েছি মামলা নেয়ার জন্য।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

যুগান্তর

Leave a Reply