ঢাকা থেকে গৃহবধূ অপহরন, মুন্সীগঞ্জে এনে গনধর্ষন, উজ্জল নামের এক ধর্ষক আটক

জসীম উদ্দীন দেওয়ান : ঢাকার ধোলাইপাড় থেকে এক গৃহবধূকে অপহরন করে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকায় একটি খোলা জমিতে এনে ৬ জন মিলে রাত ভর পালাক্রমে ধর্ষণ করে ঐ গৃহবধূকে। পরে বৃহস্পতিবার রাত তিনটার দিকে আটপাড়া দেলোয়ার মাদবরের বাড়িতে গৃহবধূকে নিয়ে আটটিয়ে রাখে।

শুক্রবার বেলা তিনটার দিকে তাঁর আর্ত চিৎকারে পাশের লোকজন এসে গৃহবধূটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়, এসময় উজ্জল নামের এক ধর্ষককেও জনগন আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একটি মাইক্রোবাসে করে গৃহবধূকে ঢাকা থেকে অপহরণ করে, রাত ১০ টায় মুন্সীগঞ্জে এনে, রাত ভর গন ধর্ষণ করে।

আটককৃত উজ্জল নিজেও একাধিকবার অপহৃত গৃহবধূটিকে ধর্ষন করেছেন বলে ওসিকে জানিয়েছেন উজ্জল। আর উজ্জরের তথ্য মতো বাকি অপরাধিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ধর্ষিতার স্বামী জানান, তাঁর স্ত্রী নতুন একটি বিউটি পার্লারের দোকান চালু করবে, সে লক্ষে সন্ধ্যার পর কেনা কাটা করতে গেলে তাকে ওঠিয়ে নিয়ে যায়। অপহরনকারীরা তাঁর স্ত্রীর কাছে থাকা ২৫ হাজার টাকা, গলায় থাকা চেইন, কানের দুল, হীরার নাক ফুল ছিনিয়ে নেয় এবং তাঁর স্ত্রীর কাছে থাকা মোবাইল থেকে কল করে টাকা পাঠাতে বলে, টাকা না দিলে ওকে মেরে ফেলার হুমকি দেয়। স্ত্রীর জীবন বাঁচাতে বিকাশ করে ৩০ হাজার টাকা পাঠান বলে জানান তিনি। এই ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply