মোঃ রিয়াদ আহমেদ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭ এবং পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার যশলং ইউনিয়নের পুরা ডি.সি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৭টায় মনোমুগ্ধকর এক ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশুÑকিশোর পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শামীম আলমের সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় এবং যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন শেখ-এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জগলুল হালদার ভুতু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের আইপি মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোঃ দিদারুল ইসলাম দিদার, যশলং ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুর রউফ হোসেন রবু মাদবর, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য কবির হালদার, মুন্সীগঞ্জ জেলা শ্রেষ্ঠ করদাতা ও কর বাহাদুর আলহাজ্ব মজিবুর রহমান সরদার, দিঘীরপাড় এ.সি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কেএম মোশারফ হোসেন, পুরা ডি.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য আকলিমা আক্তার, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন হালদার, শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ মুন্সীগঞ্জ জেলা সহ-সভাপতি মোঃ মামুন উর রশিদ হালদার, টঙ্গীবাড়ী উপজেলা সাবেক সভাপতি মোঃ হীরা শিকদার, বর্তমান সভাপতি রিয়াদ খাঁন সহ বিভিন্ন সংগঠনের নেত্বকর্মীবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোঃ শামীম আলম বলেন, তরুণ সমাজ যাতে মাদকের দিকে না ঝুঁকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করে সেই প্রচেষ্টায় আমাদের এই আয়োজন এবং তিনি শেখ রাসেল ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিচারণা করেন ও তরুন সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করনে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এছাড়া আগত অতিথিবৃন্দরা মহান বিজয় দিবসের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও খেলায় অংশগ্রহণকারী এবং বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন ।
Leave a Reply