নাছির উদ্দীন: সিরাজদিখান উপজেলার নিমতলা বাস ইষ্টেন্ডে ১০০৩ পিস ইয়াবাসহ শুকুর (১৯) ও আজাহারুল নামে দুই যুবককে আটক করেছে র্যাব ১১।সোমবার রাতে র্যাব ১১ কো¤পানী কমান্ডার নাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই পয়েন্টে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শুকুর (১৯) ও আজাহারুল কে দেহ তল্লাসি করে ১০০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মটর বাইক ও পুলিশের ব্যবহারিত ১টি হেলমেট উদ্ধার সহ তাদের গ্রেফতার করেন। এ ব্যপারে আসামীর বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Leave a Reply