বৈশাখী টিভির এক যুগ পূর্তিতে বাঙ্গালীপনা ধরে রাখার আহ্বান

জসীম উদ্দীন দেওয়ান : আলোচনা সভা ও কেক কেটে মুন্সীগঞ্জে পালন করা হয় স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টিভির জন্মদিন। বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব ভবনের সফিউদ্দিন মিলনায়তনে প্রশাসন ও সাংবাদিকদের অংশগ্রহনে প্রানবন্ত হয়ে ওঠে জন্ম দিনের অনুষ্ঠানটি।

বৈশাখী টিভির জেলা প্রতিনিধি লাবলু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলম মজুমদার। ৭১ টিভির জেলা প্রতিনিধি জসীম উদ্দীন দেওয়ানের সঞ্চালনায় এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অনভূতি ব্যাক্ত করেন, সভ্যতার আলো পত্রিকার সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, প্রেস ক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সিনিয়র সহ-সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সহ-সভাপতি সুজন হায়দার জনি, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, কালের ছবির সম্পাদক আনমনা আনোয়ার, ক্লাবের সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন সুমন, কোষাধ্যক্ষ সেতু ইসলাম, প্রচার সম্পাদক সাইফুর রহমান টিটু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজিল হাসান, ক্রীড়া সম্পাদক শিহাবুল হাসান, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ খোকা, কার্যকরী সদস্য আব্দুস সালাম, হাছান জুয়েল,রাজিবুল হাসান,হ, নুরুন্নবী মুন্না, নাদিম মাহমুদ, আল মামুন, আবু হানিফ রানা, হুমায়ুন কবীর মানিক, সুমিত সরকার সুমন, বাজিব বাবু, তানজিল হাসান, আমির হোসেন। এসময় অতিথি দ্বয় গুনিজন হিসেবে বক্তব্যে রেখে, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের সার্বিক সাফল্যের পাশাপাশি, বৈশাখী টেলিভিশনের দীর্ঘায়ু কামনা করেন এবং বৈশাখী টেলিভিশন যেন বাঙ্গালীপনার আদল থেকে এতোটুকু সরে না যায় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply