শিলইয়ে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়ি ভাঙচুর

মুন্সীগঞ্জের শিলইয়ে পূর্ব শক্রতার জের ধরে দুইদফা সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ও বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শিলই ইউনিয়নের রাখিরকান্দি ব্রিজ সংলগ্ন এমএস ট্রেডিং এজেন্সীর নামক সিমেন্টের দোকান ও নার্সারি বাড়িতে এই ঘটনা ঘটে।

এমএস ট্রেডিং এজেন্সীর মালিক মো. সোহাগ জানান, পূর্ব শক্রতার জের ধরে রাখিরকান্দি গ্রামের সাবেক মেম্বার ইসমাইল তার স্ত্রী লাবনী ও আরিফ হোসেন দলবল নিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় দোকানে থাকা তার ভাই শ্যামল (৩০)-কে মারধর করে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে দোকান বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফের দোকানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে তাদের রাখিরকান্দির নার্সারি বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির সৌর বিদ্যুতের ব্যাটারি, লাইট ও আসবাবপত্র ভাঙচুর করে দলিলপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।

পূর্ব পশ্চিম

Leave a Reply