ধলেশ্বরীতে লঞ্চ-বাল্কহেডের সংঘর্ষ

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জের কাছে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ কাঠপট্টী ঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৫ শতাধিক যাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, ঢাকার সদর ঘাট থেকে বরগুনাগামী এমভি মানিক-৯ এর সঙ্গে সদরঘাট গামী বালুবাহী এমভি শরিফুদ্দিন -২ বাল্কহেডের সংঘর্ষ হয়। এরপর লঞ্চটি বাল্কহেডের ওপর উঠে যায়।

তিনি আরও জানান, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর দুর্ঘটনার কবলে পড়া ৫ শতাধিক যাত্রীকে অন্য লঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত লঞ্চ ও বাল্কহেডটি নদীর তীরে রাখা হয়েছে। রাত সাড়ে ১০ টার দিকে এই উদ্ধার কাজ শেষ হয়। এই ঘটনায় কোনও নিখোঁজ বা আহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, রাতে অবৈধভাবে বাল্কহেড চলাচলের ব্যাপারে জানতে চাইলে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা ট্রিবিউন

Leave a Reply