মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বই উৎসব

মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে উঠছে নতুন বছরের পাঠ্যবই। জেলার মাধ্যমিক ১৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লক্ষ ২০ হাজার ৯’শ ৭৭ জন শিক্ষার্থীদের মাঝে ১৬ লক্ষ ৪০ হাজার ৬’শ ৯৮ সেট বই বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে বই উৎসবের প্রথম দিনে জেলার কেকে গর্ভামেন্ট স্কুলে আনুষ্ঠানিক ভাবে সকল মাধ্যমিক স্কুলের শিক্ষকদের মাঝে বই বিতরণ করা হয়।

প্রাথমিক পর্যায়ের ৯শ’ ৭৯টি বিদ্যাপীঠে ১ লক্ষ ৭৮ হাজার ৩’শ ৬০ জন শিক্ষার্থীদের মাঝে ৮ লক্ষ ৪৭ হাজার ১’শ ১৬ সেট বই বিতরণ হয়েছে।

ইংরেজি নববর্ষের দিনে নতুন বই দিয়ে সবাইকে খুশি রাখার জন্যই এ বই উৎসব। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বই বিতরণ করা হয়।

সকাল ১০টার দিকে কে. কে গর্ভমেন্ট স্কুলে অনুষ্ঠানের মাধ্যেমে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস প্রধান অতিথি থেকে জেলার শিক্ষক মন্ডলীদের হাতে পাঠ্যবই তুলে দেয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রাশাসক (রাজস্ব) মো: হারুন-অর-রশীদ, জেলা শিক্ষা অফিসার মো: ফরিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা সহ সকল উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

বিডি২৪লাইভ

Leave a Reply