মেঘনায় নিখোঁজ কনস্টেবল ইব্রাহীমের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার সীমানাধীন মেঘনা নদীর কালিপুরা এলাকায় বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ নৌ-পুলিশ কনস্টেবল মো. ইব্রাহীমের (৫৭) মরদেহ উদ্ধার করেছে ডুবুরীদল ও নৌ-পুলিশ। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইব্রাহীম নিখোঁজ হোন। শনিবার দুপুর ২টার দিকে নিখোঁজ ট্রলারটি উদ্ধার করা গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিক হোসেন জানান, রবিবার বিকালে মরদেহটি ভেসে উঠলে ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার করে। পরে মরদেহটি গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রাণ বন্ধু জানান, সোমবার সকালে গজারিয়া থানা পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করবে।

কালের কণ্ঠ

Leave a Reply