শ্রীনগরে হাসপাতালে গৃহবধুর লাশ ফেলে পালিয়েছে স্বামী

আরিফ হোসেন: শ্রীনগরে গৃহবধুর লাশ ফেলে পালিয়ে গেছে তার স্বামী। মঙ্গলবার দুপুর তিনটার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এঘটনা ঘটে। পরে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে। পুলিশ লাশের গলায় ফাঁসির চিহ্ন রয়েছে বললেও নিহতের পরিবারের দাবী হত্যার পর লাশ ঝুলিয়ে ফাঁসির ঘটনা সাজানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্যামসিদ্ধি গ্রামের আলতাফ তালুকদারের ছেলের সাথে একই গ্রামের সিরাজ তালুকদারের মেয়ে হৃতিকা আক্তার (২৭) এর ৯ মাস পূর্বে প্রেম করে পালিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকে বেকার সোহেল প্রায়ই যৌতুকের জন্য হৃতিকাকে মারধর করতো। এনিয়ে দুই পরিবারে অশান্তি বিরাজ করছিল। মঙ্গলবার দুপুরে সোহেল তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এর পরই সোহেল তার স্ত্রী হৃতিকার লাশ হাসপাতালের বেডে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর থেকে সোহেলের পরিবারের লোকজনও পলাতক রয়েছে। শ্রীনগর থানার এসআই আতিক জানান, সুরতহাল রিপোর্টে লাশের গলায় ফাঁসির দাগ রয়েছে। তাছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে হৃতিকার বাবা সিরাজ তালুকদারের দাবী তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যার পর ফাঁসির নাটক সাজানো হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, নিহতের পরিবার হত্যার অভিযোগ দিলে তা গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply