পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর জন্য প্রস্তুত

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান প্রস্তত। এটি পদ্মায় নামানোর জন্য মঙ্গলবার বের করে রাখা হয় ওয়ার্কশপ জেটি সংলগ্ন স্টক ইয়ার্ডে। পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারে (খুঁটি) ওপরে সিমেন্টের মিশ্রণ গ্যারোটিং সম্পন্ন হয়েছে। প্রথম স্প্যান বসানোর সময় গ্যারোটিং প্রয়োজন হয়নি। কিন্তু দ্বিতীয় স্প্যান বসানোর ক্ষেত্রেই এই গ্যারোটিং দিতে হয়েছে। গ্যারোটিং দেয়ার সময় টেস্ট করতে হয়। কিন্তু প্রথম দিকে সিমেন্ট, পানি এবং কেমিক্যালের মিশ্রণ যথাযথ হচ্ছিল না। তাই ২য় স্প্যান বসাতে বিলম্ব হচ্ছিল। দায়িত্বশীল প্রকৌশরীরা মঙ্গলবার রাতে জানান, এখন ২য় স্প্যান বসতে আর কোন সমস্যা নেই।

তাই মঙ্গলবার সকালে দ্বিতীয় স্প্যান (৭বি) পেন্টিং সপ থেকে বের করা হয়েছে। স্প্যানটির যাবতীয় ফিনিশিং শেষে এটি বের করা হয়। এখন এটি রাখা হয়েছে ওয়ার্কশপ জেটি সংলগ্ন স্টক ইয়ার্ডে। ২/৪ দিনের মধ্যেই এটি পদ্মায় নামানোর কথা রয়েছে। ৩৬শ’ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন এটিকে পাঁজা করে ধরে নিয়ে যাবে জাজিরা প্রান্তের ৩৮ নম্বর খুঁটির কাছাকাছি। তাই বিশাল এই ভাসমান ক্রেন চলাচলের জন্য পদ্মায় নাব্য সঙ্কট দূর করতে অনবরত ৩টি ড্রেজার কাজ করছে। মধ্য জানুয়ারি অর্থাৎ ১৫ বা ১৬ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি খুঁটিতে তোলার কথা রয়েছে। এই নিয়ে এখন প্রকল্প এলাকায় বিশেষ প্রস্তুতি চলছে।

জনকন্ঠ

Leave a Reply