শ্রীনগরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষিকার জিডি

আরিফ হোসেন: শ্রীনগরে অধ্যক্ষের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন এক শিক্ষিকা। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার রাঢ়িখাল স্যার জেসি বোস ইনষ্টিটিউশন ও কলেজের শিক্ষিকা হাছিনা আক্তার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরহাদ আজিজ, পরিচালনা পরিষদের দুই সদস্য কিবরিয়া আহমেদ ও রেজোয়ান ঢালী এবং শিক্ষক অরুন চন্দ্র কর্মকারের বিরুদ্ধে শ্রীনগর থানায় জিডি করেন।

হাছিনা আক্তার জানান, চাকুরী সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, পরিচালনা পরিষদের দুই সদস্য ও এক শিক্ষক মিলে তার স্বামী তোফাজ্জল হোসেনকে সোমবার সকালে মাইজপাড়া বাজারে নানা রকম ভয়ভীতি দেখিয়েছে। অভিযুক্তরা হাসিনা আক্তার ও তার পরিবার পরিজনের ক্ষতি করতে পারে বলে তিনি জিডিতে উল্লেখ করেন।

এর আগে হাছিনা আক্তারের সন্তান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তিনি সন্তানের চিকিৎসার জন্য ভারতে যান এবং পরে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে হাছিনা আক্তারের বিরুদ্ধে অনিয়মিত হাজিরার কারণ দেখিয়ে তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়। বহিস্কারাদেশ অবৈধ দাবী করে তা প্রত্যাহারের জন্য হাছিনা আক্তার জেলা প্রশাসক সহ ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডে আবেদন করেছেন। তিনি অভিযোগ করেণ, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও পরিচালনা পরিষদের দুজন সদস্য তার এই কাজ মেনে নিতে পারছেননা । একারণে তার পরিবারের লোকজনকে নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে।

এব্যাপারে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: ফরহাদ আজিজ জানান, ভয়ভীতি দেখানোর বিষয়টি সঠিক নয়। উল্টো হাছিনা আক্তার বিশৃংখলা সৃষ্টির জন্য রাতের আধারে রবিবার রাতে কলেজ কোয়ার্টরে বহিরাগত বখাটেদের নিয়ে বৈঠক করেছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Leave a Reply