আরিফ হোসেন: শ্রীনগরে ২০ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি নিশান জীপ গাড়ি আটক করা হয়।
রবিবার রাত ১২ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাঁও বাস স্ট্যান্ডে থেকে র্যাব-১১ মুন্সীগঞ্জ ভাগ্যকূল শাখার বিশেষ একটি টিম মাদক ব্যবসায়ী জলিলুর রহমান দুলাল (৪৫) কে আটক করে। এসময় তার ব্যবহৃত নিশান পেট্রোল জীপ গাড়ি থেকে ২০ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
র্যাব-১১ কোম্পানীর কমান্ডার ও সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। মাদক ব্যবসায়ী জলিলুর রহমান দুলালের বাড়ী কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত সিরাজুল ইসলাম। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply