মুন্সীগঞ্জে হামলায় পিতাপুত্রসহ আহত ৩

টঙ্গীবাড়ীতে শিশুপুত্রসহ বাবাকে ও মুন্সীগঞ্জ সদরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা। আহত ফল ব্যবসায়ী আকবর আলম মাদবরকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও অপর ঘটনায় আহত রাসেল বেপারীকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া বাজারে এবং সোমবার রাতে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের শেখপাড়া এলাকায় পৃথক ঘটনা দুটি ঘটে। মুন্সীগঞ্জ সদর থানার এসআই সাচ্চু জানান, মাদক ব্যবসায় বাধা দেয়ায় গতকাল দুপুর দেড়টার দিকে চরাঞ্চলের চরডুমুরিয়া বাজারের ফল ব্যবসায়ী আকবর আলম মাদবরকে স্থানীয় মাদক ব্যবসায়ী আফসার, সাবেক মেম্বার কামাল ও অলি ওরফে উল্ল্যাহ গং পিটিয়ে ডান পা ভেঙে ফেলে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, শেখপাড়া গ্রামে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় সুধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মো. তানভীরকে (৯) এলাকার জুবায়ের ও শওকত মারধর করে আটকে রাখে। খবর পেয়ে তানভীরের বাবা রাসেল বেপারী ঘটনাস্থলে পৌঁছলে তাকেও সন্ত্রাসীরা বেধড়ক পেটায়। রাসেলকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে রাত ৮টার দিকে হাসপাতালের বাইরে তাকে ছুরিকাহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো জানান, এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

মানবজমিন

Leave a Reply