পদ্মাসেতুর কাজের সার্বিক অগ্রগতি সাড়ে একান্ন শতাংশ, মুন্সীগঞ্জে ওবায়দুল কাদের

জসীম উদ্দীন দেওয়ান : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ইতিমধ্যে পদ্মাসেতুর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে একান্ন দশমিক পঞ্চাশ ভাগ। আর যথাসময়ে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে বলেও মনে করেন তিনি। চলতি সপ্তাহে সেতুর দ্বিতীয় স্প্যান বসবে বলেও নিশ্চিত করেন ওবায়দুল কাদের। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তরে পদ্মাসেতুর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, দুই ফ্রেব্রুয়ারী প্রধানমন্ত্রী মাওয়া হয়ে টুঙ্গিপাড়া যাবেন। সে সময় প্রধানমন্ত্রী পদ্মাসেতুর কাজের অগ্রগতি ঘুরে দেখবেন বলেও জানান সেতু মন্ত্রী।

Leave a Reply