মুন্সীগঞ্জের গজারিয়ায় সুবিধা বঞ্চিত শিশু, পঙ্গু ও বয়স্ক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কোস্টগার্ড গজারিয়া স্টেশন কার্যালয়ে তাদের এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী ডা. আফরোজা আওরঙ্গজেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী বেগম আফসানা ইমদাদ, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) ক্যাপ্টেন এ এম কুদরত উল্লাহ, পরিচালক (পার্সোনাল) ক্যাপ্টেন এ কে এম শরাফতউল্লাহ, জোনাল কমান্ডার (ঢাকা জোন) এটি এম রেজাউল হাসান প্রমুখ।
মোজাম্মেল হোসেন সজল
ব্রেকিং নিউজ
Leave a Reply