লৌহজংয়ের যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সন্ত্রাসীদের হাতে নিহত জামান মোল্লা ছিলেন স্থানীয় ওয়ার্ড কমিটির যুবলীগের প্রচার সম্পাদক। তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে স্থানীয় মাদকসেবী সন্ত্রাসীরা। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে মুন্সীগঞ্জের লৌহজং থানায় হত্যা মামলা করা হয়েছে। যশলদিয়া গ্রামের মাদকসেবী সন্ত্রাসী সানভির আহমেদ শাওন নামের এক আওয়ামী লীগ কর্মীকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখসহ রুজু করা মামলায় অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। জামানের ভাই মনির মোল্লা বাদী হয়ে লৌহজং থানায় হত্যা মামলা করেন। অন্যদিকে গতকাল শুক্রবার জামান মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হলেও রাত পর্যন্ত ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। আজ শনিবার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
মামলার বাদী ও নিহতের ভাই মনির হোসেন মোল্লা জানান, স্থানীয় সন্ত্রাসী শাওন, শওকত, রাজাসহ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আসামিরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার আশ্রয়ে এলাকায় মাদক বিক্রিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। স্থানীয় সূত্র জানায়, মাদকসেবী সন্ত্রাসী শাওনের সঙ্গে জামানের ছোট ভাইয়ের স্ত্রীর পরকীয়া সম্পর্ক থাকায় পারিবারিক কলহে যুক্ত হয় শাওন। আর এর জের ধরেই তাকে হত্যা করা হয়।
লৌহজং থানার ওসি মো. আনিছুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার সন্ধ্যার পর থানায় মামলা করা হয়েছে। এর আগে সকালে জামান মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আজ শনিবার ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। তাই শুক্রবার ময়নাতদন্ত সম্পন্ন করা যায়নি। ওসি আরও জানান, ঘটনার পর থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে বিলম্ব হচ্ছে। তবে পুলিশের অভিযান চলছে। এ ছাড়া শাওন কী কারণে জামানের পারিবারিক কলহে যুক্ত হলো তার তদন্ত করা হচ্ছে।
সমকাল
Leave a Reply