কাজী সাব্বির আহমেদ দীপু: মুন্সীগঞ্জ জেলায় পরিবহন খাতে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজির মাধ্যমে আদায় করা হচ্ছে। বাস, ট্রাক, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা, অটোবাইকের অর্ধশতাধিক স্ট্যান্ড থেকে প্রতিদিন এ চাঁদা আদায় করা হচ্ছে। রাজনৈতিক দলের, শ্রমিক ইউনিয়নের একাধিক নেতাকর্মীর কাছে জিম্মি এসব স্ট্যান্ড। এসব স্ট্যান্ড থেকে আদায় করা চাঁদার টাকা ভাগ-বাটোয়ারার মাধ্যমে চলে যায় নেতা, পাতি নেতা, ট্রাফিক পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে। প্রকাশ্যে স্ট্যান্ডগুলোতে চাঁদা আদায়ের দৃশ্য চোখে পড়লেও সংশ্নিষ্ট সকলেই নিশ্চুপ।
সরেজমিন দেখা গেছে, ট্রাক, বাস, অটোরিকশা, স্কুটার, অটোবাইকসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এমনকি এ চাঁদা আদায়ের জন্য লাইনম্যানও নিয়োগ করেছেন ট্রাফিক পুলিশের কিছু কর্মকর্তা। প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা মজুরি দেওয়া হচ্ছে লাইনম্যানদের। মুন্সীগঞ্জ সদর ট্রাফিক পুলিশের চাঁদা আদায়ের মূল পয়েন্ট হচ্ছে মুক্তারপুর সেতুর ঢাল, সিপাহীপাড়া চৌরাস্তা, শহরের পৌরসভা সংলগ্ন চৌরাস্তা, একাধিক অবৈধ স্ট্যান্ড, মুন্সীরহাট, খাসেরহাট, চিতলিয়া বাংলাবাজারসহ একাধিক পয়েন্ট। দিন, সপ্তাহ ও মাসভিত্তিক চাঁদা আদায়ের মাধ্যমে এসব পয়েন্ট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। মাস শেষে ভাগবাটোয়ারার মাধ্যমে উত্তোলন করা এই চাঁদার টাকা বণ্টন হয়ে চলে যায় সংশ্নিষ্টদের পকেটে।
অন্যদিকে একই পরিস্থিতি লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাট এলাকায়। সেখানেও একাধিক ট্রাফিক পরিদর্শকের নেতৃত্বে চলছে বিভিন্ন যানবাহন থেকে হাজার হাজার টাকা চাঁদা আদায়। সম্প্রতি চাঁদা আদায়ের অভিযোগে দুই ট্রাফিক পুলিশকে কর্মস্থল থেকে ক্লোজ করে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে যুক্ত করা হলেও থেমে নেই একাধিক স্ট্যান্ড ও বিভিন্ন যানবাহন থেকে চাঁদা উত্তোলন।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরে বিভিন্ন রেন্ট-এ কার এবং ঢাকা-মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ-মুক্তারপুর, শহরের পুরাতন কাচারী-চিতলিয়া-বাংলাবাজার রুটে প্রতিদিন এক থেকে দেড় হাজার সিএনজিচালিত স্কুটার চলাচল করে। এ রুটে চলাচলরত স্কুটারগুলোকে প্রতিমাসে দিতে হয় গাড়িপ্রতি ২০০ টাকা। অন্য রুটের স্কুটার মুক্তারপুর স্ট্যান্ডসহ অন্যান্য স্ট্যান্ডে এলেই ২০ থেকে ৫০ টাকা দিতে হয়। এ টাকাগুলো উত্তোলনের পর নিয়োগকৃত লাইনম্যানের হাত হয়ে চলে যায় ট্রাফিক পুলিশের কাছে। এ ছাড়া বিদেশ থেকে আসা লোকজন প্রাইভেটকার বা মাইক্রোবাসে মুক্তারপুর পৌঁছলেই ৫০০ থেকে ১০০০ টাকা দিতে হয়। মালবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করা হয় এক থেকে দুই হাজার টাকা। অন্যদিকে মাসিক চুক্তি হিসেবে মুক্তারপুর-মাকহাটী, পুরাতন কাচারী-চিতলিয়া রুটে চলাচলরত গাড়িপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা চাঁদা আদায় করা হয়।
স্ট্যান্ডের সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, মুক্তারপুর স্ট্যান্ডে বেতকা, দীঘিরপাড়, টঙ্গিবাড়ী, বালিগাঁও, শিমুলিয়া রুটে সিএনজিচালিত স্কুটার প্রতি ৫০ টাকা, অটোবাইক প্রতি ৩০ টাকা নিয়োগ করা লাইনম্যানের মাধ্যমে আদায় করা হয়। এছাড়া মুক্তারপুর স্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জ, পঞ্চবটি, পোস্তগোলা ও আশপাশ এলাকায় চলাচলরত স্কুটার, লেগুনা থেকে ৩০ থেকে ৫০ টাকা করে আদায় করা হয়। এতে প্রতি মাসে আদায় হওয়া লাখ লাখ টাকা পরিবহন শ্রমিক, লাইনম্যান ও মাঠ পর্যায়ে কর্মরত ট্রাফিক পুলিশের মাধ্যমে ভাগবাটোয়ারা শেষে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের পকেটেও চলে যায়। এ প্রসঙ্গে সদর ট্রাফিক ওসি মো. সিদ্দিক জানান, দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ সদস্যদের স্ট্যান্ড ও বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের কোনো অনুমতি নেই। কে চাঁদা আদায় করে তাও তার জানা নেই। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিমুলিয়া ঘাট সূত্র জানায়, গত ২৭ জুলাই ঢাকা থেকে বরিশালগামী জিএমসি পিকআপ ভ্যান ফেরি পারাপারের লক্ষ্যে ঘাটে পৌঁছলে মো. মাসুদ নামের এক ট্রাফিক পুলিশ চালকের কাছে দুই হাজার টাকা দাবি করে। এ অভিযোগের বিষয়টি জানতে পেরে ট্রাফিক পুলিশের কনস্টেবল মাসুমকে ক্লোজ করে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে যুক্ত করেন পুলিশ সুপার। ঘাটের একাধিক সূত্র জানায়, এ পিকআপ ভ্যানটির মতো এ নৌরুট পাড়ি দেওয়া বিভিন্ন পণ্যবাহী যানবাহন থেকে সিরিয়ালের নামে চাঁদা আদায় করে থাকে সংশ্নিষ্ট ট্রাফিক পুলিশ সদস্যরা। এ টাকা ভাগাভাগি হয় কর্মকর্তাসহ কনস্টেবল পর্যন্ত। ঢাকা-মাওয়া মহাসড়কে কর্মরত এক ট্রাফিক সার্জেন্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা রোদের মধ্যে দায়িত্ব পালন করেন। শিমুলিয়া ঘাটে দায়িত্বে থাকা কতিপয় ট্রাফিক কর্মকর্তা চাঁদাবাজিতে উৎসাহ দেন বলে শুনেছি।
বিআরটিএর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মুন্সীগঞ্জ জেলা সার্কেল মো. সাখাওয়াত হোসেন জানান, জেলায় মোট ৬৪৮টি সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। বাকি কয়েক হাজার চলাচল করে থাকে স্ট্যান্ড কমিটিকে মোটা অঙ্কের চাঁদা দিয়ে।
সমকাল
Leave a Reply